📢 ইসলামী গ্রন্থপাঠ প্রতিযোগিতা ২০২৩ ইং
📖 ইসলামী গ্রন্থ পড়ুন, পুরস্কার জিতুন 📖
🌟প্রথম ১০ জন বিজয়ীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার🌟
📚 ❖ নির্ধারিত গ্রন্থ: উসূলুল ঈমান
লেখক : মদিনা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞ আলেম
অনুবাদ: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রকাশনায়: সবুজপত্র পাবলিকেশন্স
✧═══•❁❁•═══✧•✧═══•❁❁•═══✧
📑 প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
➠ রেজিস্ট্রেশন ফরম লিঙ্কঃ https://forms.gle/NKEfFc9rHChgrYQg6
রেজিস্ট্রেশন ফরম লিঙ্ক ওপেন করতে সমস্যা হলে, লিঙ্ক কপি করে, গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করুন। ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন ফরম চলে আসবে।
🌟 প্রতিযোগিতা উপলক্ষ্যে বইটির মূল্য ৪২০ টাকা থেকে, মাত্র ২৩০ টাকা রাখা হয়েছে,
📖 বইটি সংগ্রহ করতে কুরিয়ার খরচ ৫০ টাকাসহ, মোট ২৮০ টাকা বিকাশ করুন।
01750036790 ( বিকাশ মার্চেন্ট) নাম্বারে । অতঃপর নিম্নোক্ত ফরমটি সঠিকভাবে পূরণ করুন।
বই অডার লিঙ্কঃ https://forms.gle/NYSVWwRx1TFfeHfU8
অথবা
সবুজপত্র পাবলিকেশন্স ফেসবুক পেইজে মেসেজ দিন,
পেজে লিঙ্ক: https://www.facebook.com/sobujpatrobd
➠ • 🗓️ রেজিষ্টেশনের শেষ তারিখ : ১৮ই আগস্ট ২০২৩ ইং
➠ • 🗓️ পরীক্ষার তারিখ : ১ সেপ্টেম্বর শুক্রবার, রাত ৯.টা থেকে ১০.টা পর্যন্ত, (সময় ১ ঘণ্টা) ।
➠নির্ধারিত গ্রন্থ: উসূলুল ঈমান
পিডিএফ ডাউনলোড লিঙ্ক ⤵
https://islamhouse.com/bn/books/727910/
বিঃদ্রঃ নির্ধারিত গ্রন্থের বাহিরে কোনো প্রশ্ন হবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করা আবশ্যক, রেজিস্ট্রেশন ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না।
✧═══•❁❁•═══✧•✧═══•❁❁•═══✧
❖ পরীক্ষার পদ্ধতি ও নিয়মাবলী :
► প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
► নির্ধারিত তারিখের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
► অনলাইনে গুগল ফর্মে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
► MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় : ১ ঘণ্টা । মোট প্রশ্ন : ১০০টি। পূর্ণমান : ১০০।
► প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
► একই নম্বর প্রাপ্ত একাধিক প্রতিযোগীর মধ্যে যিনি আগে সাবমিট করবেন তিনি নির্বাচিত হবেন।
► নির্ধারিত সময়ে ফেসবুক পেজে প্রতিযোগিতা প্রশ্নপত্র লিঙ্ক দেওয়া হবে।
► গুগল ফর্মে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্রাউজার, ইন্টারনেট, ডিভাইস ও সার্ভার জনিত কোনো অভিযোগ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
► প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন নির্দেশনা এবং আপডেট তথ্য সম্পর্কে গ্রুপে এবং পেইজে জানিয়ে দেওয়া হবে।
► প্রতিযোগিতার ফলাফল প্রকাশ সম্ভাব্য তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২৩ইং ইনশাআল্লাহ।
► প্রথম ১০ জন বিজয়ীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার ।
► প্রতিযোগিতার পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করতে এবং আপনার ফ্রেন্ডলিস্টের দশজনকে মেনশন করতে হবে।
✓ জরুরি জ্ঞাতব্য:
* প্রতিযোগিতা সম্পর্কে যেকোনো সমস্যা হলে এবং প্রতিযোগিতা বিষয়ক যেকোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেইজে মেসেজ দিন ।
❁ ফেসবুক পেইজ লিঙ্ক
https://www.facebook.com/siratur.rasul.sallallahu.alaihi.wasallam/
❁ ফেসবুক গ্রুপ লিঙ্ক
https://www.facebook.com/groups/islami.grantha.patha.pratiyogita/
★☆❖ ইসলামী গ্রন্থ পড়ুন, আকর্ষণীয় পুরস্কার জিতুন ❖☆★
#ইসলামী_গ্রন্থপাঠ_প্রতিযোগিতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন